Site icon Dailybartabela – ডেইলি বার্তাবেলা

সাভারে এটিএম বুথে ডাকাতির চেষ্টা, সাব্বির নামে এক যুবক আটক

সাভার প্রতিনিধি:
সাভারে এটিএম বুথে ডাকাতির চেষ্টাকালে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটে। আটককৃত সাব্বির মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সন্দেহজনকভাবে একজন যুবককে এটিএম বুথের ভেতরে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বুথের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এ সময় বুথে স্থাপিত অ্যালার্ম সিস্টেম সক্রিয় হয়ে যায় এবং ব্যাংকের নিরাপত্তা বিভাগ থেকে পুলিশের কাছে তাৎক্ষণিকভাবে খবর পাঠানো হয়। খবর পেয়ে সাভার মডেল থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে হাতে-নাতে আটক করে।

ঘটনাস্থল থেকে জব্দ:
পুলিশ জানায়, সাব্বিরের কাছ থেকে একটি হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, মুখোশ এবং একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটিএম মেশিন খুলে নগদ অর্থ লুট করার উদ্দেশ্যেই তিনি এই সরঞ্জাম নিয়ে এসেছিলেন।

পুলিশের বক্তব্য:
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন,

“আটককৃত যুবক সাব্বির দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আগেও চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজ আদালতে পাঠানো হবে।

ব্যাংক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:
এ ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বুথের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা এটিএম বুথে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী নিয়োগের চিন্তাভাবনা করছে।

স্থানীয়দের উদ্বেগ:
এটিএম বুথে এমন চুরি বা ডাকাতির চেষ্টায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন।

Exit mobile version